প্রত্যাশা ও প্রতীক্ষা
- জুয়েল আদীব ০৫-০৫-২০২৪

হারিয়ে গেছে সোনালী ডানার চিল
ফিরে পাবে না আশৈশব খাল-বিল
বদলেছে সময়, জীবনের নেই মিল
ফিরে আসে শুধু সে, স্মৃতি অনাবিল।

কথা ছিলো আমাদের দখিন হাওয়া
শাদা বক, শুভ্র কাশফুল ছুঁয়ে যাওয়া
ফড়িং মনে অপরাহ্নের ক্লান্ত দাওয়া
সব হবে রাঙা কোনো ভোর পাওয়া।

সেই আলপথ খুঁজি জীবনের সবখানে
চন্দ্রমল্লিকা ফুটবে কি স্বপ্নের সিথানে?
আশারা চুরমার প্রতারণার প্রত্যাখানে
তবু প্রত্যাশা-প্রতীক্ষা প্রিয়সব সন্ধানে।

[...আমাদের রাঙা রাঙা ভোর। মেঘদল দুপুর। সবুজ ঘাসের মেঠো আলপথ। তারপর ঘাসফড়িং। শাদা কাশফুল। এক দল শাদা বক। দু`চোখ ভরে দেখি। ঘ্রাণ নিই। কাদায় মেখে ফেলি নেংটুপুটু শরীর। উহহ! কতততো দিন! আমি আর আমি হতে পারি না! কতততো দিন তোমাকে ছুঁয়ে দেখি না প্রিয় শৈশব। ঝুল বারান্দায় বসে আছি তোমার অপেক্ষায়। চাঁদ আসবে রাতে। তুমিও এসো। বড় ঘুম পায় ক্লান্ত চোখ দুটোয়। তুমি এসে একটু ঘুম পাড়িয়ে দাও না! ---- ইংরেজি সাহিত্য ও পরবর্তীতে ফিল্ম স্টাডিজের ছাত্র, বর্তমানে বিদেশে ফিল্ম মেকার প্রিয় Sohel Rahman এর স্টেটাস]

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।